॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিনাধীন রাঙামাটি সদর উপজেলাধীন বিহারপুর ব্রীজ নির্মাণ কাজের “ভিত্তিপ্রস্তুর স্থাপন” ও রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের র্যাম্প ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দুই ভবনের উদ্বোধন করেন চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মো.আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ,কে,এম মকছুদ আহমদ, বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মো.খোরশেদ আলম, মো.নুরুল আবছার, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।