|| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে পার্কিং করা অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় আড়াইটার সময় ঢাকা মেট্রো ক- ৩/২৫১০ নাম্বারের একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এদিকে, গাড়ির মালিক নাজমুল হাসান দিপু জানান- গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন গাড়ির বেশির ভাগ অংশই আগুনে পুড়ে গেছে। কিভাবে আগুন লাগতে পারে সে বিষয়ে জানতে চাইলে তিনিও এবিষয়ে নিশ্চিত নয় বলে জানিয়েছেন।
তিনি আরো জানান, আগুন লাগার ঘটনায় কোন হতাহত না হলেও গাড়িতে থাকা কিছু জরুরী কাগজপত্রও পুড়ে গেছে। এতে তার প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গাড়িটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সড়কের পাশে পড়ে রয়েছে।