৫ ফেব্রুয়ারি ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।
প্রেস রিলিজ: সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি গত ৩ ফেব্রুয়ারি ২০২২, তারিখ বৃহষ্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন ভবনের আধুনিকায়ন কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিআরটিসি’র উদ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ইউনিটের প্রধানগণ অনলাইন-এ সংযুক্ত ছিলেন।
বিআরটিসি’র সভাকক্ষে মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বর্তমান চেয়ারম্যানকে বিআরটিসি’র স্থাপনাসমূহ দৃষ্টিনন্দন করাসহ প্রধান কার্যালয়ের আধুনিকায়ন কার্যক্রমের প্রসংশা করেন। এসময় মন্ত্রী বলেন, শুধু ভবন আধুনিক করলে হবে না যাত্রীদের সেবার মানও আধুনিকায়ন করতে হবে। বিআরটিসি’র সেবার ক্ষেত্র বেড়েছে সেতুলনায় জনবল কম। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বাড়াতে হবে ও যাত্রীদের সেবার মানকে আধুনিকায়ন করার জন্য বাস্তবমুখী প্রদক্ষেপ নিতে উদ্ভুদ্ধ করেন। তিনি কর্মক্ষেত্রে বর্তমান চেয়ারম্যানের আন্তরিকতা ও সততার প্রসংসা করেন। গাড়ি ডেন্টিং-পেইন্টিং করে, সিট, এসি এবং ফ্যানগুলো ঠিক করে রাস্তায় পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে কোন আপোস করেন না। বিআরটিসি’র সকলকে দুর্নীতি নির্মূলে সচেষ্ট থাকতে হবে। আর বিআরটিসি’র দুর্নীতি আগের তুলনায় কমেছে উল্লেখ করেন। এছাড়াও বিআরটিসি’র প্রশিক্ষণের মান বাড়াতে মন্ত্রী জোর তাগিদ দেন।
করতে হবে। বিআরটিসি’র সেবার ক্ষেত্র বেড়েছে সেতুলনায় জনবল কম। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বাড়াতে হবে ও যাত্রীদের সেবার মানকে আধুনিকায়ন করার জন্য বাস্তবমুখী প্রদক্ষেপ নিতে উদ্ভুদ্ধ করেন। বর্তমান চেয়ারম্যান -এর এবিষয়ে আন্তরিকতা ও সততা রয়েছে তা তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। গাড়ি ডেন্টিং-পেইন্টিং করে, সিট, এসি এবং ফ্যানগুলো ঠিক করে রাস্তায় পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। মন্ত্রী মহোদয় আরো বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে কোন আপোস করেন না। বিআরটিসি’র সকলকে দুর্নীতি নির্মূলে সচেষ্ট থাকতে হবে। আর বিআরটিসি’র দুর্নীতি আগের তুলনায় কমেছে উল্লেখ করেন। এছাড়াও বিআরটিসি’র প্রশিক্ষণের মান বাড়াতে মাননীয় মন্ত্রী জোর তাগিদ দেন।
বার্তা প্রেরক- মোহাম্মদ সাইদুর রহমান (উপসচিব)
সচিব, বিআরটিসি
সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈসিক রাঙামাটি।





























