ভবিষ্যত খাদ্য সংকট মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির নিদের্শ চেয়ারম্যানের

91

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলার জেলার খাদ্য নিরাপত্তা সুসংহত করণ ও ভবিষ্যত খাদ্য সঙ্কট মোকাবেলায় কৃষি বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ ও মৎস্য বিভাগকে কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন রাঙামাটি পার্বত্য ্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী । এ জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধকরণসহ এবং প্রয়োজনীয় সহযোগিতার পরামর্শ দেন তিনি। সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্যদেরকে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে মনিটরিং কার্যক্রম জোরদার করারও নির্দেশনা দেন তিনি। চেয়ারম্যান জেলার অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যে এক ফসলী জমিকে দো ফসলী জমিতে রূপান্তরের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা প্রদান করা হবে। একইসঙ্গে উন্নয়ন প্রকল্পের কর্মপরিকল্পনা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে দৃশ্যমান করার উপর জোর দেন তিনি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন চেয়ারম্যান। রোববার (১৮ ডিসেম্বর ২০২২) সকালে পরিষদের এনেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

চেয়ারম্যান তার বক্তব্যে ৪০তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত প্রাণীসম্পদ বিভাগের ৫জন কর্মকর্তাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন বিভিন্ন উপজেলায় প্রাণীসম্পদ বিভাগের শূন্য পদে নবীন কর্মকর্তাদের যোগদান মাঠ পর্যায়ে প্রাণীসম্পদ বিভাগের কাজে গতি আনার পাশাপাশি জেলার খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে কর্মকর্তারা ভূমিকা রাখবে।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য মোঃ আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।