ভয়াল ২৫শে মার্চ উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা

485

।।মাহাদী বিন সুলতান।।

ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৫শে মার্চ সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী’র কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর সরওয়ার কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্থানের সাধারণ জনগণের উপর নিশংসভাবে হত্যাযজ্ঞ চালায়। ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের বাঙালী সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা মসজিদের খতিব মাওঃ মিজানুর রহমান ২৫মার্চের কালো রাতে নিহত সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।