ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের শ্রদ্ধা

118

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ৭.০০ টায় শহরের প্রেস ক্লাব মোড় থেকে র‌্যালী নিয়ে শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ হাবীব আজম, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো: শহীদুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য রুজি আক্তার, পৌর শাখার নেতা পারভেজ মোশারফ, রিয়াজুল ইসলাম রাজ প্রমুখ।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে কলেজ কমিটির পক্ষ থেকে সকাল সাড়ে আটটায় শ্রদ্ধা নিবেদন করে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তব্যের সময়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম বলেন, বাঙালি জাতির ঐতিহ্যময় ও গৌরবের ভাষা আন্দোলন এর মূল্যবোধ এবং স্বাধীনতার উপর তার প্রকৃষ্ট প্রভাব অনস্বীকার্য। কেবল তাই -ই নয় ভাষার জন্য আন্দোলন করে এরূপ জীবন উৎসর্গ বিশ্বের ইতিহাসে বিরল। প্রেস বিজ্ঞপ্তি