ভূয়া আ’লীগ নেতার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

325

॥ মাসুদ পারভেজ নির্জন ॥
ওলামা লীগের ভূয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে মামলা, হামলা, হুমকি ও ইসলামের নাম ব্যবহার করে চাদাঁবাজি করা অপরাধী সেলিমের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে কলেজ গেইট এলাকাবাসী। রোববার সকালে কলেজ গেইট এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সেলিম একজন ভন্ড ও প্রতারক। বিভিন্ন লেবাস ধরে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারণ লোকদের প্রতারনার ফাঁদে ফেলে আর্থিক ও মানসিক ক্ষতি সাধন করছে। জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয় এবং সাধারণ মানুষ ও প্রশাসনের বিভিন্ন ব্যাক্তিদের কাছে নিজেকে পীর পরিচয় দেয়। বিভিন্ন ত্রান তহবিলের প্রতিষ্ঠানে গিয়ে উপজেলার মাদ্রাসা ও খতিব বলে পরিচয় দেয়।

এছাড়াও তার একটি ভূয়া প্রতিষ্ঠানে মাদ্রাসা (হুমায়া) নাম দিয়ে উন্নয়ন বোর্ড থেকে কিছুদিন পূর্বে কয়েকটন খাদ্যশস্য ও ত্রান আত্মসাৎ করে। গত ঈদেও সেলিম ভূয়া ও মিথ্যার আশ্রয় নিয়ে ছোট ছোট বাচ্চাদের ইফতার করানোর নাম দিয়ে জেলা প্রশাসক,জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড হতে আর্থিক সাহায্য গ্রহন করে ও কোন প্রকার ইফতার না করিয়ে অর্থ নিজে আত্মসাৎ করে।এমনকি মেয়েদেরকে বিবাহ ও চাকরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় নারীদের হেনস্থা করে।এসব অপকর্মের বিরুদ্ধে নানা সময়ে তাকে নিষেধ ও বাধা দেওয়ার কারনে এলাকার গন্যমান্য ও সাধারন মানুষের নামে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীনভাবে প্রতারনার আশ্রয় নিয়ে ফৌজদারী মামলা দিয়ে মারাতœক ভাবে হয়রানী করছে।

এসময় কলেজ গেইট এলাকার ইউসুফ তালুকদার, মোকারম হোসেন, আব্দুল গফুর, পারভেজ খান, সাজ্জাদ হোসেন, কুদ্দুস আলী, ইসমাইল, সোহেলসহ ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগন উপস্থিত ছিলেন।