ভেদভেদীতে বিএনপির মেয়র প্রার্থী মামুনের প্রচারণা

392

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙাামটি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মামুনুর রশিদ মামুন তার নির্বাচনী প্রতীক ধানের শিষের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি বিএনপির এই মেয়র প্রার্থী ভেদভেদী বাজার, নতুন পাড়া, ওয়াপদা কলোনী, জালালাবাদ কলোনী, পূর্ব মুসলিম পাড়া, রাজমণি পাড়া, পশ্চিম মুসলিম পাড়া, হিলটপ কলোনী, দারোগা পাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন।

এতে তার সমর্থনে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহবুবু আলম মিন্টু, জেলা বিএনপির সদস্য বাচ্চু মিয়া সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল সহ বিএনপির বিভিন অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী।

এসময় মামুন বলেন- আমি নির্বাচিত হলে দল-মত-নির্বিশেষে সকল এলাকায় উন্নয়ন করব। এছাড়াও তিনি বহিরাগতরা এসে যাতে নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবিষয়ে প্রশাসনকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।