ভেদভেদী কালী মাতৃ মন্দিরে অষ্টপ্রহর মহানামযজ্ঞ ও ধর্মসভা

186

॥ স্টাফ রিপোর্টার ॥

ভেদভেদী শ্রীশ্রী কালী মাতৃ মন্দিরে কালী পূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপি মহানামযজ্ঞ, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রী শ্রী কালী পূজা ও অষ্টপ্রহরব্যাপি মহানামযজ্ঞ উদযাপন পরিষদ আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি রণজিৎ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রাণেশ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা পরেশ মজুমদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন- মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রিপন ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি তরুণ কান্তি দে, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, আয়োজক কমিটির সদস্য সচিব গৌতম দত্ত, কোষাধ্যক্ষ অজয় দাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীরা।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষ যাতে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে চান। আমরা পার্বত্য জেলা রাঙামাটিতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকল ধর্মের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন- বর্তমানে আমার জানামতে রাঙামাটিতে পাকা হয়নি এমন কোন মন্দির নেই, ১/২টা থাকলেও এগুলো পাকা করার কাজ চলছে। এছাড়াও মসজিদ, এতিমখানা, কেয়াং ও গির্জার উন্নয়নে আমরা কাজ করছি। তিনি ভেদভেদী কালী মাতৃমন্দিরের ভবনটি ৩ তলা পর্যন্ত সম্প্রসারণ ও ব্রাক্ষণ এর আবাসন এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন একটি ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।