ভোট দেওয়া সকলের সাংবিধানিক অধিকার এবারের ভোট হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: ডিসি মোশারফ

240

॥ অসীম চাকমা ॥

রাঙামাটির জেলাপ্রশাসক ও রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং এটা সম্মানের বিষয়। একই সাথে পাঁচবছর পরপর জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করা একটি সাংবিধানিক বাধ্যবাধকতা, তাই আমাদের সকলের উচিৎ সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে জেলাপ্রশাসক বলেন নাগরিক কর্তব্য হিসেবে সর্বস্তরের সবাইকে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে বলুন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলে সহযোগীতা করুন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিলাইছড়ি উপজেলাধীন জনপ্রতিনিধি, আইন-শুঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই মন্তব্য করেন। রোববার (১ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিসি বলেন, একটা সুন্দর নির্বাচন তখনি আমরা বলতে পারবো, যখন এখানে ভোটারদের একটি স্বতস্পূর্ত উপস্থিতি থাকবে। তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বরেন, আপনারা যে যার প্রতিনিধিত্ব করেন তাদেরকে বলবেন তারা যেন আগামী ৭ তারিখে ভোটের দিন অবশ্যই ভোট দিতে আসে। সবার প্রতি আমার আহ্বান, আপনারা নিজেরা ভোট দিবেন এবং পরিবারের সদস্যদেরকেও ভোট প্রয়োগ করতে বলবেন। পাশাপাশি পাড়া, মৌজা, ওয়ার্ড, এবং ইউনিয়ন সকল এলাকার ভোটার যারা আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য আপনারা উৎসাহিত ও অনুপ্রানিত করবেন।

তিনি নির্বাচন নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে তার বিষয় কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি উচআরণ করেন।

উপজেলার নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম( বার), বিলাই ছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্য রাখেন জেলার সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন।

এ সময় উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা (রাসেল), বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, আতোমং মার্মা, হেডম্যান শান্তি বিজয় চাকমা, মেম্বার আনন্দ তঞ্চঙ্গ্যা এবং কার্বারী থুইপ্রু মার্মা ( আকাশ)।

পরে টিআর কর্মসূচির আওতায় ডিসি তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৩ টি নৌকা বিতরণ করেন।
প্রসঙ্গত, উপজেলায় ১৩টি কেন্দ্রের মধ্যে ৫৪ টি কক্ষে ১৭৫ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার দায়িত্বে থাকবেন। এর মধ্যে দূর্গম বড়থলী ইউনিয়নে ৩ টিতে হেলিসর্টি ব্যবহার হবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ২৩,১১৭ জন। মতবিনিময় সভা শেষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণে তাদের সাথেও মতবিনিময় করেন।