মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫৩ বছর পূর্তিতে শুভেচ্ছায় সিক্ত

116

॥ স্টাফ রিপোর্টার ॥

পাহাড়ের সাংবাদিকতার গুরু ও বস নামে পরিচিত পাহাড়ের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের সাংবাদিকতা ৫৩ বছরে উপনীত হয়েছে। দীর্ঘ ৫৩ বছর যাবত সাংবাদিকতার মহান পেশা সময় অতিক্রম করা এই বর্ষিয়ান সাংবাদিককে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

তিনি ১৯৬৯ সালে ১৫ই নভেম্বর দৈনিক আজাদী পত্রিকায় লেখনির মাধ্যমে সাংবাদিকতা শুরু করে আজও তার লেখনির মাধ্যমে পাহাড়ের সাধারণ মানুষের সুখ দুঃখের কথা লিখে যাচ্ছেন প্রতিনিয়ত। যার দূঃসাহসী লেখনিতে প্রতিনিয়ত পরির্বতন হচ্ছে পাহাড়ের দূর্গম জনপদ।

মঙ্গলবার রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদস্য ইয়াসিন রানা সোহেল, সদস্য উসা চিং রাখাইন কায়েজ, বাংলাটিভি ও এই বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি মো. সোহরাওয়ার্দী সাব্বির তার কার্যালয়ে গিয়ে মকছুদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অবদানের প্রতি শুভেচ্ছা জানাচ্ছে হাজারো সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছে, কালেরকণ্ঠ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মোস্তফা নঈম, রাঙ্গুনিয়ার সাংবাদিক শান্তি চাকমা, সাহিত্যিক ইনজেব চাকমা, ইউনিসেফ কর্মকর্তা বিদ্যুৎ ত্রিপুরা, চট্টগ্রামের প্রবীন সাংবাদিক জাহিদুল করিম কচি, প্রবীন সাংবাদিক রোটারিয়ান ওসমান গনী মনসুর, সাংবাদিক আবু শাহীন, চট্টগ্রামের সমকাল পত্রিকার ডিজিএম সুজিত কুমার দাশ, সিএইচটি মিডিয়ার সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার বড়ুয়া, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমা, আমেরিকা প্রবাসী মনির আহম্মেদ, চট্টগ্রামের শিক্ষক মোতাহের উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমতাজ উদ্দিন বাহারী, মিরসরাই সমাজকর্মী চৌধুরী আবসার, ঢাকা প্রবাসী পারবীন আক্তার , মক্কাশরীপ থেকে আমান উল্লা আমান সমরখন্দী, বান্দরবানের এ্যাড. জয়নাল আবেদীন ভূয়া, সাংবাদিক হাসান মিন্টু, লেখিকা দিদারাখানম, ঢাকার মো. হযরত আলী, মো. বকখতেয়ার হোসেন মুরাদ, মিলন্ডা চাকমা, আরিফ উদ্দিন রিফ, সাংবাদিক ওমর ফারুক সুমন, কামাল চৌধুরী, আবুল কালাম আজাদ, প্রকাশ বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সুজন লক্ষিত, বুরহান উদ্দিন, আব্দুল্লা আল মামুন, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন সহ হাজারো সাধারণ মানুষ।