মগবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ

184

॥ স্টাফ রিপোর্টার ॥

আওয়ামীলীগ সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে মগবান ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নের গবাঘোনা বাজারে আয়োজিত সমাবেশ শুরুর পূর্বে একটি বিক্ষোভ মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
বিশেষ অতিথি হিসেবে- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, সদর থানা বিএনপির সহ-সভাপতি জহির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক মুরাদ হাসান সহ মগবান ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, ২নং মগবান ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সামসুল আলম, সাবেক সভাপতি সুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাওলানা মো. নোমান।

এসময় বক্তারা বলেন- আওয়ামীলীগ সরকার দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে রিজার্ভ শূন্য করে ফেলেছে। সেই টাকার দায় সরকার দ্রব্য মূল্য বৃদ্ধি করে জনগণের উপর চাপিয়ে দিয়েছে। বক্তারা আরো বলেন আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বক্তারা আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন।