॥ টি,এম,এইচ,আলমগীর ॥
বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন নতুন কোর্স চালু হচ্ছে। এক্ষত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও নেহায়েত পিছিয়ে নেই; এই ধারাবাহিকতায় আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে (অসবৎরপধহ ঝঃঁফরবং) ‘আমেরিকান স্ট্যাডিজ’ বিষয়ে কোর্স চালু করা এখন সময়ের দাবি।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, যুগ এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখে বিশ^বিদ্যালয় পর্যায়ে নিত্য নতুন কোর্স বা বিভাগ চালু করনের বিষয়টি এখন যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। ছাত্র ছাত্রীদের কর্মসংস্থান সেই সঙ্গে দেশের অর্থনৈতিক সূচকসহ অন্যান্য সূচকগুলির তুলনামূলক বিশ্লেষণ তথা পৃথিবীর উন্নত দেশগুলির সাথে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অধুনা বিশ^বিদ্যালয়গুলিতে নিত্য নতুন কোর্স বা বিভাগ চালু করনের কাজটি অব্যাহত রয়েছে।
এ ধরণের কোর্সে সাধারণত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং সমাজিক রীতি-নীতিসহ বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি বিশ্বায়নে তাদের অবদান, অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক ও মানবিক উন্নয়নে তাদের ভূমিকা সম্পর্কেও বিস্তারিত জ্ঞান এবং গভীর উপলব্ধি প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ করা যেতে পারে অধুনা শিক্ষা ব্যবস্থায় এমন চৈন্তিক বিকাশের অংশ হিসেবেই কয়েক বছর আগে ঢাকা বিশ^বিদ্যালয়ে জাপানিজ স্ট্যাডিজ (ঔধঢ়ধহবংব ঝঃঁফরবং) নামক একটি অনার্স কোর্স বা বিভাগ চালু করা হয়। ‘জাপানিজ স্ট্যাডিজ’ বা ডিজেএস বিভাগটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি থেকে জাপানের ভাষা, সংস্কৃতি, সমাজ এবং সভ্যতার উপর জোর দিয়ে পরিচালিত হচ্ছে, যা এই কোর্স কারিকুলামের শিরোনামে উল্লেখ রয়েছে। শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, কর্মসংস্থান এইরূপ আরও বেশ কিছু কারণে জাপান আমাদের কাছে একটি গুরুত্বপূর্ন দেশ এবং সেই কারণে এই দেশ সর্ম্পকে সম্যক ধারণা বা জ্ঞান অর্জনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কোর্সটি চালু করে। ইতোমধ্যে শিক্ষার্থীরা এ বিষয়ে আগ্রহের সাথে পড়াশুনা করছে।
বলার অপেক্ষা রাখে না যে, ব্যবসা, বাণিজ্য, সামরিক প্রযুক্তি, শিক্ষা, গবেষণা ইত্যকার আরও বেশ কিছু কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। যে কারণে পৃথিবীর অনেক দেশেই ইতোমধ্যে ‘আমেরিকান স্ট্যাডিজ’ সাবজেক্টটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু করা হয়েছে। আমাদের দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখাসহ নানা কারণে আমেরিকায় পাড়ি জমিয়ে থাকে। যাওয়ার আগে তাদের এই কোর্স করা থাকলে নিঃসন্দেহে তারা সহজেই তাদের পেশা শুরু করতে পারবে।
সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তি, পারমানবিক গবেষণাসহ অন্যান্য গবেষণা এবং ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলির সাথে সমান তালে এগিয়ে যাওয়ার স্বার্থে আমাদের দেশের বিশ^বিদ্যালয়গুলিতে ‘আমেরিকান স্ট্যাডিজ’ কোর্স টি চালু করার বিষয়ে সদাশয় সরকারসহ সংশ্লিষ্টদের মনযোগ আকর্ষণ করছি।