মধ্যরাতে আতঙ্ক ছড়ালো ফিসারী বাঁধের আগুন

96

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ ফিসারী বাঁধে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের খবর চাউর হয়ে পড়লে সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁধের আশেপাশে গড়ে ওঠা ময়লা আবর্জনার স্তুপে কেউ আগুন ধরিয়ে দেয়ায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্তুপটিতে রাবার জাতীয় দাহ্য পদার্থ থাকায় দ্রুত আশপাশে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

ওই সময় টহলে থাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তারা সল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রসঙ্গত, পর্যটন শহর রাঙ্গামাটির অত্যন্ত নয়নাভিরাম ফিসারি সংযোগ সড়কটিতে দীর্ঘদিন যাবত একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ময়লা আবর্জনা জমা করে আসছে। যা পর্যটন শহরের সৌন্দর্যাহানি ঘটানোর পাশাপাশি পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। ইতোমধ্যে বেশ কয়েককবার বিষয়টি পৌরসভার নজরে আনা হয় এবং আইন-শৃঙ্খলা সভায়ও আলোচিত হয়। ফিসারী বাঁধ দিয়ে বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার সঞ্চালন করা আছে। এভাবে যদি চলতে থাকে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছে সচেতন মহল।