॥ কাপ্তাই প্রতিনিধি ॥
দেশের বিরাজমান পরিস্থিতির ফলে রাঙ্গামাটি কাপ্তাইয়ের সকল পর্যটন ব্যবসা ধস। পর্যটন শুন্য বিনোদন কেন্দ্রগুলো অলস সময় কাটছে।লাখ লাখ টাকা ব্যবসায় খাটিয়ে ধসের হিসাব নিকাশ করছে পর্যটন কেন্দ্র মালিক পক্ষ। কাপ্তাইয়ের সব চেয়ে বড় পর্যটন কেন্দ্র নিসর্গ পড হাউজ এন্ড রেস্টুরেন্ট পরিচালক মো.সরোয়ার হোসেন জানান,চলমান পরিস্থিত ফলে পর্যটন শুন্য। সকল বুকিং বাতিল করা হয়েছে।ব্যবসায় ধস নেমেছে।প্রায় ৩০জন শ্রমিক/কর্মচারীর বসিয়ে বেতন দিতে হচ্ছে। পরিস্থতি ভাল না হলে ব্যবসা একেবারে বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় নেই। এধরনের বিজিবি,নৌ-বাহিনী, আর্মিসহ ব্যসরকারী সকল বিনোদন কেন্দ্রগুলোর একই পরিস্থতি। কোন পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে আর আসতে চায়না। কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্ক পরিচালক এএসএম মহিউদ্দিন চৌধুরী মিশু জানান,চলমান পরিস্থতির ফলে পর্যটন শুন্য।গত একসপ্তাহ যাবৎ একটি টিকিও বিক্রয় করা হয়নি।দেশের পরিস্থতি স্বাভাবিক হলে হয়তো বা সামনে আসবে বলে মনে হয়। স্থানীয় কয়েকজন জানান আমরাও ঘর হতে বাহির হইনা। বিনোদন তো দূরের কথা। তবে পরিস্থতি স্বাভাবিক হলে সব আবার পরিবর্তন হবে বলে জানান।