॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, ছেলে মেয়েদের পরীক্ষায় শুধু পাশ করাই জীবন নই। শিক্ষার সাথে সাথে সাংস্কৃতিক সমন্বয় করতে হবে। তা না হলে মন মানসিকতার পরিবর্তন ঘটানো সম্ভব নয়। এ দেশে বিভিন্ন ধর্মের, জাতের, বর্ণের, রক্তের মানুষ বসবাস। এ দেশ পূর্বে কি ছিল, তা আজ আমরা বুঝতে পারি। দেশ আজ জাতির জনকের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও সুপরিকল্পিত চেষ্টায় তা সম্ভব হয়েছে। এ উন্নয়ন কে ধরে রাখতে হবে। তাই বাংলাদেশের অন্যান্য সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র-নৃ-গোষ্টির সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত হউক।
মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষুদ্র-নৃ-গোষ্টির সাংস্কৃতিক ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার গ্রাম মহল্লায় সাংস্কৃতিক ক্রমাগত হয় সে লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। ছোট ছোট প্রচেষ্টায় একদিন বাংলাদেশে চমৎকার সাংস্কৃতিক পরিবেশের জন্ম দিবে।
সাংস্কৃতিক ক্লাবের সভাপতি অংসিংনং মারমার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাসুইথুই মারমা, সাবেক প্রকৌশলী মংসুইথোয়াই মারমা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যামং চৌধুরী সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য ও বাঙালহালিয়া সাংস্কৃতিক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।