মসজিদে মুসল্লিদের জন্য হোয়াইট হার্ট ফাউন্ডেশন সদস্যর ভিন্নধর্মী উদ্যোগ

678

॥ স্টাফ রিপোর্টার ॥

মসজিদে মুসল্লিদের স্বার্থে প্রবেশ ও বাহির হওয়ার আরবী দোয়া স্টিকার লাগিয়েছে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সদস্য মোঃ শওকত ইকবাল। সোমবার (২৬ এপ্রিল) বিকালে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন (একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান) রাঙামাটি পার্বত্য জেলা শাখার সদস্য মোঃ শওকত ইকবাল রিজার্ভ বাজারস্থ শুটকি পট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও এবাদত খানা মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার আরবী দোয়ায় স্টিকার লাগিয়েছেন।

এসময় তিনি বলেন- মুসল্লীদের সুবিধার জন্য আমি আরবি দোয়া স্টিকার গুলো মসজিদের প্রবেশের দরজার উপরে লাগিয়েছি। যাতে এই দোয়া পড়ে মুসল্লীরা মসজিদে প্রবেশ করতে পারেন। এর আগেও আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙামাটির বিভিন্ন মসজিদের মধ্যে এই আরবি দোয়া স্টিকার লাগানো হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে এরূপ কার্যক্রম অব্যাহত রাখব।