মসজিদ কলোনী সমাজ কল্যাণ পরিষদের ক্রীড়া সামগ্রী বিতরণ

136

॥ স্টাফ রিপোর্টার ॥

বড়পীর আব্দুল কাদের জিলানী (রাদিয়াল্লাহু তায়ালা আনহুর) বার্ষিক ওরশ উপলক্ষে রিজার্ভ বাজার মসজিদ কলোনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিন্নি বিতরণ সহ এলাকার তরুণ ও শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে শিন্নি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময় রিজার্ভ বাজার মসজিদ কলোনী সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের মধ্যে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল নেজাম, সদস্য- সাইফুল ইসলাম, তৌসিফ মান্নান, লোকমান হাকিম, মো. শফিক, মো. নজরুল, মো. লোকমান হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখতে ও শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান তারা।

উল্লেখ্য- রিজার্ভ বাজার মসজিদ কলোনী সমাজ কল্যাণ পরিষদ ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)সহ বিভিন্ন আয়োজন প্রতিনিয়ত করে যাচ্ছে।