মহান মে দিবসের সমাবেশের উপর বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি

541

স্টাফ রিপোর্ট- ২৯ এপ্রিল ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি):  গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে মহান মে দিবসের কর্মসূচীর উপর প্রশাসনের অগণতান্ত্রিক বিধি-নিষেধ প্রত্যাহারের দাািব জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মে দিবসের কর্মসূচীর উপর নিষেধাজ্ঞা স্বৈরাচারী অচরণ শুধু নয়, কোটি শ্রমিকের কণ্ঠরোধ করা, তাদের দাবি দাওয়ার কথা বলতে বাধা দেয়া ঘৃণ্য কাজ। সারা পৃথিবীতে যখন মে দিবস পালন করা হবে তখন আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা দমন-পীড়ন এবং বাধা মোকাবেলা করবে এটা স্বাধীন বাংলাদেশে কাম্য হতে পারেনা। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, পাকিস্তান আমলে মে দিবস পালনে বাধা দেয়া হতো, সামরিক শাসনেরকালে বিধি-নিষেধ ছিল, কিন্তু আজ গণতন্ত্রের কথা যারা বলেন তাদের কর্ম ও আচরণকে গণতান্ত্রিক বলা যাচ্ছে না।

উল্লেখ্য আসন্ন মে দিবসে আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পূর্ব ঘোষিত সমাবেশ সমূহের উপর সংশ্লিষ্ট এলাকার প্রশাসন অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে মৌখিক ভাবে কর্মসূচী পালন না করার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে রানা প্লাজা দিবসে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে পুলিশ হামলা চালিয়েছিল। সে দিন শ্রদ্ধাঞ্জলি অর্পনে বাধা দেয়া, লাঠিচার্জ করে পঙ্গু শ্রমিকদের আহত করার ঘটনা ঘটে। মে দিবসের সমাবেশের প্রচার-প্রচারনার কাজ বাধা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ১ মে ২০১৭, বিকেল চারটায় আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে ঘোষিত শ্রমিক সমাবেশে প্রধান অথিতি হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত থাকবেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে মহান মে দিবসের সমাবেশের উপর বিধি-নিষেধ প্রত্যাহার করার দাবি জানান। একইসাথে আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে অবাধে মে দিবসের সমাবেশ, মিছিল করার বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান