মহান শহীদ দিবস ঘিরে ইয়ুথের রাঙামাটিতে বর্ণিল আলপনা

100

॥ স্টাফ রিপোর্টার ॥

বর্ণিল আলপনায় মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারকে নান্দনিক সৌন্দর্যে ফুটিয়ে তুলেছে রাঙামাটিতে তরুণদের নিয়ে কাজ করা সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস ঘিরে “আলপনায় রক্তিম একুশ-৩” শিরোনামে রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ রাঙামাটির কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই আলপনা অংকন করে।

মঙ্গলবার বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টারা। এসময় রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জমাল উদ্দিন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা ইয়ুথ এর ভিন্নধর্মী এই আয়োজনকে স্বাগত জানান। এর পাশাপাশি এ ধরণের উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করতে সমাজের বিত্তবান ও উন্নয়ন সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। আলোচনার পর আলপনা অংকনের উদ্বোধন করেন অতিথিরা।