মহান স্বাধীনতা ঘিরে রাঙামাটি আওয়ামী লীগের আলোচনা সভা

119

॥ স্টাফ রিপোর্টার ॥

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অংসুইপ্রু চৌধুরী, বৃষ কেতু চাকমা, ত্রিদিপ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহাজাহান, জেলা মহিলালীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও যারা দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার থাকতে হবে। স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো এমন নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে পরাস্ত করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়াই এখন অন্যতম অঙ্গীকার। তাই অসাম্প্রদায়িক চেতনায় উজ্জিবিত হয়ে সবাইকে দেশের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দলীয় কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত র‌্যাালী অনুষ্ঠিত হয়।