মহাসমাবেশ সফল করতে ইসলামী ফ্রন্ট’র মতবিনিময়

91

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে আগামী ৭জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশকে সফল করতে কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে রাঙামাটি জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা ইসলামী ফ্রন্ট কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুর রহিম।

জেলা ইসলামী ফ্রন্টের সদস্য হাজী মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রচার সচিব আবুল হোসেন মাষ্টার, পার্বত্য বিষয়ক সচিব মাওলানা এম এ মুস্তফা হেজাজী, কেন্দ্রীয় যুবসেনার সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাব্বির আহমদ ওসমানী, জেলা যুবসেনা সভাপতি মোঃ আলী খান, পৌর যুবসেনার সাধারণ সম্পাদক মোঃ তারেক আজিজ ও জেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ তানজিলুর রহমান।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করার জন্য রাঙামাটির নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন। এদিন রাঙামাটি থেকে ১০টি গাড়িযোগে নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিবেন বলে জেলা নেতৃবৃন্দ জানান।