॥ স্টাফ রিপোর্টার ॥
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক ঘোষিত সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি জেলাধীন শাখা কমিটি সমূহের সঙ্গে সাংগঠনিক সংলাপ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল, সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী ও দিদারুল আলম, আশেকে মাইজভান্ডার এবং প্রবাসী সদস্য মো. মনসুর। সভাপতিত্বে করেন- রাঙামাটি জেলার সাংগঠনিক সমন্বয়কারী সৈয়দ আবু আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সমন্বয়কারী শহিদুল আলম আরিফ। স্বাগত বক্তব্য রাখেন- রাঙামাটি জেলার সাংগঠনিক সমন্বয়কারী হারুন চৌধুরী।
এসময় রাঙামাটি সদর শাখার সভাপতি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান বাবুসহ রাঙামাটি শাখার আওতাধীন সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনের কেন্দ্রীয় নেতারা রাঙামাটি সদর শাখার কার্যক্রম আরো গতিশীল করতে মো. নুরুল আলমকে সভাপতি এবং মো. সাইফুল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।