লংগদু প্রতিনিধি , ৩০ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : লংগদু উপজেলার মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া, দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার, সকাল দশটায় মাদ্রাসা মাঠে আয়োজিত বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট এ্যাডভোকেট মোখতার আহম্মদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নাছির উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.মোঃ আব্দুস সাত্তার। বক্তব্যে তিনি বলেন, আদর্শগত ও নৈতিক শিক্ষা অর্জন করতে হলে মাদ্রাসার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও অগ্রগামি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ছাত্র ছাত্রীরা যাতে মাদ্রাসায় শিক্ষা অর্জন করে নিজেকে দেশ ও সমাজের কাজে লাগে সে লক্ষ্যে কারিকুলাম আধুনিকায়ন করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। এছাড়া গাঁথাছড়া বায়তুশ কমপ্লেক্সের সুপার মাওলানা হাফেজ ফোরকান আহম্মদ, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা চৌধুরী, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ সাদুর রশিদ বক্তব্য রাখেন।
বিদায় মানপত্র পাঠ করেন, আলিম পরীক্ষার্থীদের পক্ষে মোঃ সালাউদ্দিন রাসেল। দাখিল পরীক্ষাথীদের পক্ষে মোঃ শাহাদাৎ হোসেন। সকল ছাত্র ছার্ত্রীদের পক্ষে শাহাদৎ হোসাইন মানপত্র পাঠ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুর রশীদ।
শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মাদ্রসার ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ী ও মেধানস্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। দুপুর দুইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামি সঙ্গীত ও নাটিকা পরিবেশন করা হয়।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান