মাতামুহুরী রেঞ্জের সামাজিক বনায়ন পরিদর্শনে ডিএফও

353

॥ আলীকদম প্রতিনিধি ॥
লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জের সামাজিক বনায়নের দ্বিতীয় আবর্তের বাগান সৃজন অব্যাহত রয়েছে। সামাজিক বনায়নের ফলে রিজার্ভ এলাকা থেকে পূর্বের চেয়ে অবৈধ উপায়ে বৃক্ষ নিধন হ্রাস পেয়েছে বলে জানান উপকারভোগীরা। সোমবার দ্বিতীয় আবর্তের বাগান সৃজন পরিদর্শন করেছেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম কায়ছার।

মাতামুহুরী বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা জলিলুর রহমান জানান, ২০০০ সালের পর থেকে মাতামুহুরী রিজার্ভে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়। বন বিভাগের পৃষ্ঠপোষকতায় স্থানীয় উপকারভোগীদের মাধ্যমে বাগান সৃজন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। চলতি বছর রোয়াম্ভু ক্রাইক্ষ্যংঝিরি, ধুমছি ও বুজি খাল এলাকায় দ্বিতীয় আবর্তের সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ডিএফও এসএম কায়ছার বনায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তৈন রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, সামাজিক বনায়নের দলনেতা মোঃ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আলমগীর।