॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে “একুশে ফেব্রুয়ারি” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মহান ভাষা দিবসের মাহাত্ম্য সবার কাছে সুন্দর করে তুলে ধরতে তাদের এই আয়োজন। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক তথ্য ও ধারনার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩য় থেকে ৯ম ব্যাচের সকল শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় যৌথ ভাবে ১ম স্থান অধিকার করেন রাশেদুজ্জামান ও তানহা ফারজিন, ২য় স্থান রাহী, এবং ৩য় স্থান বিধান চন্দ্র দাস।
বুধবার (২১শে ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
অনুষ্ঠানে রেজিস্টার মোহাম্মদ ইউসুফ’র সভাপতিত্বে এবং সহকারী রেজিস্টার (একাডেমিক) ও রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি মাহবুব আরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
আলোচনার সভার শুরুতে ভাষার শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, পরিচালক (হিসাব) মোঃ মনিরূজ্জামান, রাবিপ্রবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট মোহনা বিশ্বাস, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিম আল মহিউদ্দিন এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন।
এসময় রাবিপ্রবি ছাত্রলীগের মো.রিয়াদ তালুকদার, মো: আবদুল ওয়াহেদ, জয়তু বড়ুয়া তুন্না, হাসু দেওয়ান, সোহেল রানা, সাকলাইন, অর্নব মল্লিক, সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার আহ্বায়ক আকিব মাহমুদ হাসান জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্পষ্ট ধারণা এবং ভাষা দিবসের মাহাত্ম ফুটে উঠবে।