॥ স্টাফ রিপোর্টার ॥
শহরের রিজার্ভ বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী নাসিরকে গ্রেফতার চেষ্টাকারী পুলিশের উপর হামলা ও বানোয়াট অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে ইসলামপুরবাসী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে সংবাদ সম্মেলন ডেকে এ দাবী জানানো হয়।
ইসলামপুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ’র পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মো. বেলাল।
লিখিত বক্তব্যে এলাকার চিহ্নিত মাদক কার্বারী মো. নাসির ও তার সহযোগি মো.রুবেল(২৭), মোছা. জোসনা বেগম গয়না(৩২), মো. নাছির উদ্দীন (৩৭), জসিম উদ্দীন (৩৬), খোদেজা বেগম ময়না (৪০), আবু সালাম (৩০), মহিউদ্দীন (৪২), মো. শুক্কুর (২৭), নাসু (৩৩), রুবেল বক্স (৪০), হাবিব (২৮), রোমান (২৯), সামছুন নাহার (৪০), মোছাম্মদ আলেয়া বেগম (৪০) মুক্তা আক্তার (২২) কে দ্রুত গ্রেফতার করে এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মাদক কারবারীর চিহ্নিত সহযোগী জোসনা বেগম গয়না কর্তৃক গত ১৮ই জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে আনীত বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামপুর মসজিদ কমিটি সদস্য মো. আমির হোসেন, স্থানীয় মো. আলমগীর, হজরত আলী, জহির দেওয়ান প্রমূখ।
এবিষয়ে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দীন বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মাদক কার্বারীদের দমনে অনেক কাজ করেছি। কখনো সাফল্য পেয়েছি আর কখনো ব্যর্থ হয়েছি। আমরা মাদকের বিরুদ্ধে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সকল শ্রেণিপেশার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগীতা কামনা করছি। ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে, আমরা বিজয়ী হবোই।