মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাপ্তাইয়ে কর্মশালা

319

॥ অর্ণব মল্লিক ॥

কাপ্তাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে, উপজেলা পরিষদের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৩দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

উপজেলা শিক্ষা দপ্তর কর্তৃক বাস্তবায়িত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা।

কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস। আরো উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা।
ইউডিএফ জানান, ৩ দিন ব্যাপী আয়োজনে মোট ১০৫ জন অভিভাবক সচেতনতামূলক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। এদিকে এই কর্মশালার মাধমে করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন ক্ষতি পোষাতে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানায় উপজেলা শিক্ষা দপ্তর।