মানসিক রোগীর আঘাতে আহত বাবুর পাশে নানিয়ারচরের ইউএনও

505
।। নানিয়ারচর প্রতিনিধি ।।
নানিয়ারচর উপজেলায় মানসীক রোগীর আঘাতে গুরুতর আহত বাবুর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ি এলাকার মোঃ কবির হোসেনের বড় ছেলে মোঃ বাবু (২৭) এর চিকিৎসা সহায়তায় ইউপি সদস্য মোঃ মালেকের হাতে নগদ ১০হাজার টাকা হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
আহত বাবু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। আহত বাবুর পিতা কবির জানান, আশঙ্কাজনক অবস্থা থেকে ফিরলেও তার ছেলের বাম চোখটি একেবারেই নষ্ট হয়ে যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০শে মে) মানিকছড়ি থেকে ফেরার পথে এলাকার ১৪মাইল নামক স্থানে উপজেলার ঘিলাছড়ি এলাকার হিল্টন চাকমা (মানসীক রোগী) তাকে লক্ষ করে এলোপাথাড়ি লাঠিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় বাবু। তবে বাবুর পরিবার জানিয়েছে শুধু হিল্টন চাকমা নয়, বাবু গুরুতর আহত হওয়ার পেছনে একটি সংঘবদ্ধ দল রয়েছে বলেও তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান এখন পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি। আহত মোটরসাইকেল চালক চিকিৎসাধীন আছে। সুস্থ্য হলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।