মানসিক রোগী টুনটুদে’কে ফিরে পেতে চায় বাবা মা

451

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
টুনটু দে (৫৫) তিনি একজন মানবিক রোগী। গত শুক্রবার (১১ জুন ২০) দুপুর ২টার দিকে বাড়ী থেকে চলে যান তিনি। সে চট্টগ্রাম জেলার রাউজানের পুথেরহাটস্থ নোয়াপাড়ার সরকারপাড়া- মাঝি বাড়ীর মনিন্দ্র দে’র ছেলে। তিনি সুদানশু মাঝি বাড়ী থেকে চলে গেলেও আর ফিরেনী।

এর আগেও সে একাদিক বার বাড়ি ছেড়ে ফেরার হলেও বাড়ী ফিরে এসেছেন। তবে এবার সে আর ফিরে না আসায় তাকে নিয়ে শঙ্কিত তার পরিবার। বর্তমানে তাকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে তার মা-বাবা ও স্বজনরা। এখন পরিবারের লোকেরা তাকে হন্নে হয়ে খুজে বেড়াচ্ছে।

কোন হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেলে নিচের ঠিকানায় জানানোর জন্য অনুরোধ করা রইলো। অভি টেইলার্স, নোয়াপাড়া,পুথেরহাট,রাউজান,চট্টগ্রাম। মোবা: ০১৮৭০ ০৪ ০৪ ৭৭/০১৭৭৫ ০৩ ৪৭ ৯৩।