॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচরে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে মাস্ক ব্যবহারে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদরে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা “বাধ্যতামূলক মাস্ক পরিধান” নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী রহমান তিন্নী।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউএনও দন্ডবিধি ২৬৯ ধারায় ২জন মাছ বিক্রেতা ও ১জন পথচারীকে ২০০ টাকা করে জরিমানা করেন। এসময় তিনি পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
এ প্রসঙ্গে শিউলী রহমান জানান, ইতোমধ্যেই দেশে করোনার দ্বিতীয় ধাক্কা পরিলক্ষিত হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন যথেষ্ট নজরদারী করছি। জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যাতে করে করোনার দ্বিতীয় ধাক্কা নানিয়ারচরকে গ্রাস করতে না পারে।