স্টাফ রিপোর্টার, ৩০ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটির পাংখোয়া কমিউনিটির প্রতিনিধি দল। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে এ সময় আরো আপস্থিত ছিলেন পাংখোয়া কমিউনিটির ডাঃ বেয়াকী লুসাই, গ্রেসী পাংখোয়া ও রৌশাম পাংখোয়া।
শনিবার সকালে পর্যটন হলিডে কমপ্লেক্্ের ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি প্রধান ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস্ এর চেয়ারম্যান নীহার কান্তি চাকমা এমএলএ, জে,এইচ রোথুয়ানা এমএলএ, পি,সি জোরাম সাংলিয়ানা এমএলএ, জন সিয়ামকুংঙ্গা এমএলএ, ডাঃ কে, বিইচুয়া এমএলএ, ইআর লালরিনাওমা এমএলএ, ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জয়েন্ট সেক্রেটারী এইচ, লালরিনাওমা’র সাথে কুশল বিনিময়ের পর রাঙ্গামাটির পাংখোয়া কমিউনিটি ও মিজোরাম রাজ্যের প্রতিনিধি দলটি একে অপরের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধি দলটি এখানকার বসবাসরত পাংখোয়া, বম ও লুসাই কমিউনিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পরিষদ সদস্য রেমলিয়ানা জানান, বর্তমান সরকারের আন্তরিকতায় আগের তুলনায় পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীগুলোর বর্তমান অবস্থা অনেক ভালো।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান