মিলাদুন্নবী (দঃ) ঘিরে রাঙামাটিতে এবার জুলুস হবে স্বাস্থ্যবিধি মেনে

611

॥ স্টাফ রিপোর্টার ॥
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:)’র পৃথিবীতে আগমন উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে এবারও বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-ই মিলাদুন্নবী পালন করা হবে বলে জানিয়েছে গাউছিয়া কমিটি। এজন্য ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে গাউছিয়া কমিটি। তবে করোনা পরিস্থিতির কারণে এবছ স্বাস্থ্যবিধি মেনে জুলুস পালন করা হবে। ধর্মপ্রাণ মুসলমান মুসল্লীদের উপস্থিতিতে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) রাঙামাটি শহরে জশনে জুলুছ এর বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হচ্ছে।

এবিষয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ আবু ছৈয়দ জানান, মূলতঃ রাসুলাল্লাহ (সাঃ) এর জীবনাচার ও তার অসাম্প্রদায়িক মতাদর্শ রাঙামাটির সর্বস্তরের জনসাধারনের মাঝে বিলিয়ে দিতেই প্রতি বছরের ন্যায় করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবছরও রাঙামাটিতে জশনে জুলুছ এর ব্যাপক আয়োজন করতে যাচ্ছে গাউছিয়া কমিটি।

ইতিমধ্যেই রাঙামাটির মসজিদগুলোসহ শহরের মূল সড়কগুলোকে লাইটিংয়ের মাধ্যমে বর্ণিল সাজে সাজানো হয়েছে। শুক্রবারের জুলুছের র‌্যালীতে শতাধিক স্বেচ্ছাসেবীর সার্বক্ষনিকভাবে দায়িত্বপালন করবে উল্লেখ করে আয়োজকরা জানিয়েছেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে দেশে দক্ষ আলেম তৈরির পাশাপাশি শান্তি-সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে সহযোগি হিসেবে কাজ করা হচ্ছে।

গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ আবু ছৈয়দ জুলুসে অংশগ্রহণকারী সকল মুসল্লীদের মাস্ক পরিধান করে, শারিরীক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।