॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর পিতা মিস্টার বাদল খিয়াং(৭৩( মারা গেছেন। শুক্রবার ( ৮ মার্চ) দুপুর ২ টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে যান।
তাঁর মেজ ছেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। জানান, আগামী সোমবার চন্দ্রঘোনা নিজ বাড়িতে তাঁর শেষকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে ডা: প্রবীর খিয়াং এর পিতার মৃত্যুতে রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই ও রাঙ্গুনিয়া প্রেসক্লাব, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা রাইফেল ক্লাব, ক্রীড়া সংস্থা, রাঙ্গুনিয়া উপজেলা বন্ধুসভা সহ বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।