মুক্তিযুদ্ধ মঞ্চ বিলাইছড়ি উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার রাঙামাটি জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি অলিভ চাকমা ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন সাক্ষরিত শুভেচ্ছান্তে আগামী দুই বৎসরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
আংশিক কমিটিতে প্রহর কান্তি চাকমাকে সভাপতি ও শুভাশীষ কর সাধারন সম্পাদক এবং অংশে প্রু মারমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এছাড়াও মুক্তিযুদ্ধ মঞ্চ বিলাইছড়ি উপজেলা শাখা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করে জেলা কমিটির দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন জানান, বিলাইছড়ি উপজেলা শাখা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।প্রত্যাশা করছি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি