মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেনর দুটি কবিতা

429

ভাগ্য বিধাতা
তারিখ: ১২-০৭-২০১২

এসেছিলাম বিধাতা তোমার এ মর্ত্যে, চলে যেতে হবে অমর্ত্যে
জীবন চলার পথে শুধু পেলাম লাঞ্ছনা
আমি কি সইতে পারি সীমাহীন যন্ত্রণা,
বিধাতা তোমার পৃথিবীতে কেন এত হাহাকার
মানুষের বুকে মানুষে হানে নিষ্ঠুর কষাঘাত,
ইহকালে মানুষের মাঝে দেখলাম যে অন্যায় ও দূর্বিসহ আচরণ
পরকালেও কি আবার দেখা যাবে এমন দুঃসহ বেদনার বিচরণ,
ইহকালে আমি পেলাম না কোন সহৃদ ব্যক্তির ছায়া
পরকালেও কি পাওয়া যাবে না কোন ভাল ব্যক্তির মায়া,
বিধাতা কি দেবে না মোরে কোন পারলৌকিক পুরস্কার?
তাহলে আমি যাব কোথায় যদি আমাকে দেয়া হয় তিরস্কার,
যারা পরের ধন করলো লুট তারাই হলো দেশের ‘ভাগ্য বিধাতা’
আমরা যারা করুণার পাত্র তারাই হলাম সর্বশাšত,
মহান আল¬াহ্পাক্ খাওয়ায়েছেন মোদের এ যাবত মর্ত্যে
এখন কি অন্নের অভাবে জীবন চলে যাবে স্বর্গে,
বিধাতা তুমি করুণা করে দাও না মোদের দিদার এ সরাইয়ে
তা নাহলে আমরা কেমনে বাঁচবো তোমার এ ধরায়ে,
হে মহান করুণাময় মোদের তুমি দাও মহাশক্তি
যাতে আমরা সইতে পারি, করতে পারি মোদের মুক্ত,
তবেইতো তুমি ধন্য, ধন্য মোরা, ধন্য মোদের রাষ্ট্র
শুধু তাই নয়, ধন্য মহা-বিশ্ব।

অবাক পৃথিবী
তারিখ: ১২-০৭-২০১২

মহান আল্লহ্ পাক ৬ দিনে করেছে পৃথিবী সৃষ্টি
আমরা কি দিতে পারি তার সৃষ্টি রহস্যের গবেষণায় দৃষ্টি!
সামান্য এ পৃথিবীর বহু রহস্যই আমাদের অজানা
তাহলে কেমনে আমরা পাবো অন্যান্য গ্রহের জানা।
বিশাল বৃহস্পতির বৈচিত্রময় গঠন ও অবস্থান নিয়ে বিজ্ঞানীরা করলো গবেষণা
এতে তারা বের করতে পারলো না তেমন কোন তথ্য- শুধু শান্ত্বনা,
বিশাল সূর্যের সঠিক অবস্থানগত তথ্য আজও রহস্যাবৃত্ত
এতদূর থেকে কেমনে পাবো তার রুঢ় তথ্য, মনে হয় সবই অভীপ্সিত।
অন্যান্য গ্রহের বিষয়ে বিচিত্র অনেক ব্যাখ্যা দেয়া হয়েছে
তাই বলে কি সবগুলোর বৈচিত্র সম্বন্ধে সঠিক কোন ধারণা রয়েছে,
মাটির মানুষ মাটিতেই মিশে যাবে এটাই ধ্র“ব সত্য
তাই বলে কি মানুষ হাত গুটিয়ে বসে থাকবে, না থেকে কর্মে মত্ত।
বিশ্বের শ্রেষ্ঠ মনীষীরা লিখেছেন অনেক অজানা বিষয়ের তথ্য
তন্মধ্যে হযরত মুহাম্মদ (সাঃ) মেরাজে যান বোরাকে এটাইতো রহস্যময় সত্য,
পৃথিবীতে মানুষ গবেষণা করে অনেক দূর্লভ বিষয়ে দিয়েছে নানান তত্ত্ব;
কেউ কি কখনও জানতে পেরেছে সবগুলো গ্রহের তথ্য সম্বলিত মর্মজ্ঞ,
মনীষীদের গবেষণার সবকিছুই আংশিক সত্য, বাকী সব অন্তঃসার সর্বজ্ঞ।
উদারতার সাথে ‘অবাক পৃথিবী’-র মানুষের সেবায় নিয়োজিত করো নিজেকে
তবেইতো পাবে বিশ্ব ব্রহ্মতত্ত্বের মহান অধিপতি আল¬াহ্পাক্কে।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।
তারিখ- ৩ মার্চ ২০১৭