মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পদ হতে রাসেলের অব্যাহতি

774

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছেন সাধারণ সম্পাদক মো. রাসেল তালুকদার।
সোমবার (২৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন- রাঙামাটির আহবায়ক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি দিলাম। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি দেওয়ার কারণ হলো মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর দুইটা গ্রুপ ওদের নোংরামি আর অপকর্ম সহ তাদের অর্থ কেলেঙ্কারিসহ বিভিন্ন ধরনের অপরাধ কমিটি একটা মালিক দুইটা।

একজন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ১৯তম আরেকজন ১০ম ওদের নোংরামি আর কাঁদা ছোড়াছুঁড়ি থেকে রাঙামাটি জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের রক্ষা করতে আমার সেচ্ছায় পদত্যাগ করা, এ ছাড়া আমার আর কোনো উপায় ছিলো না।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা শাখার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই তারাই একমাত্র মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায় করতে কাজ করছে বলেন জানান মো. রাসেল তালুকদার।