॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর ও তার কন্যা সন্তান করোনা আক্রান্ত হওয়াতে তাদের রোগমুক্তি কামনায় রিজার্ভ বাজারস্থ পুরান পাড়া এলাকাবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।
সোমবার (৩১ মে) বিকাল ০৫ঃ৩০ ঘটিকায় পুরান পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পুরান পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জমির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি পৌর আওয়ামিলীগের প্রচার সম্পাদক মোঃ হারুন, পুরান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রবিউল হোসেন, পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও মসজিদ কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান, ১নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, গিয়াস উদ্দিনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।