আর্ত মানবতার সেবায় এবং মানুষের অধিকার সুরক্ষা ও সংরক্ষণে নিয়োজিত রাঙামাটির অন্যতম সামাজিক ও মানবাধিকার সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙ্গামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে শহরের মাঝের বস্তি এবং স্বর্ণটিলার দুইজন ব্রেন টিউমার রোগীকে এককালীন আর্থিক সাহায্য দেয়া হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়ার্ল্ড পীস্’র তবলছড়িস্থ অস্থায়ী কার্যালয়ে নগদ এ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ কালে “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙামাটি জেলার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী,সাধারন সম্পাদক (ভাঃপ্রাঃ) রবীন্দ্র নাথ, দপ্তর সম্পাদক ডা,সঞ্জয় মিত্র,সদস্য নিরোধ শীল,ও মোঃ তছলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
রোগীদের পক্ষ থেকে অর্থ গ্রহন করেন তাদের অভিবাবক স্বর্ণটিলার মোঃ হাসান, এবং মাঝের বস্তির সুজন দে। এ সময় প্রতিজনকে নগদ ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা দেয়া হয়।