॥ স্টাফ রিপোর্টার ॥
আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাঙামাটি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব এম এ গাফফার কুতুবী।
এসময় জেলা কমিটির সদস্য- মো. ইসহাক, মো. জসিম, রতন দাশ, তপন দাশ রবি, স্বপন দাশ, সদর উপজেলা সভাপতি সুনিল চাকমা, সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমা, পৌর শাখার সাধারণ সম্পাদক মিন্টু বড়–য়া, যুগ্ম-সম্পাদক শহর আলী, লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, বরকল শাখার সদস্য সচিব মো. জুয়েল রানাসহ মৎস্যজীবী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় বক্তারা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।