॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে স্থানীয় সাংবাদিক নিয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা মৎস্য সপ্তাহের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এসময় তিনি বলেন, বিগত সময় মৎস্য চাষীরা মাছ চাষ করত সনাতন পদ্ধতিতে, বর্তমানে বিভিন্ন প্রকল্পের সহায়তায় মাধ্যেমে আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে এখন অনেক চাষী মাছ এবং পোনা চাষের জন্য আগ্রহী দেখাচ্ছে। বর্তমানে মৎস্য বিভাগের পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদানের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ জনগণও মৎস্যচাষে উৎসাহিত হচ্ছে, ভবিষ্যতে চাষকৃত মাছের দ্বারা জনগণের প্রোটিন চাহিদা পুরণ হবে।
প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা জানান, বর্তমানে জুরাছড়ি উপজেলায় আবাদী পুকুর ১৫৪ টি সহ অনাবাদী প্রায় একশটির অধিক পুকুর রযেছে। আজ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে বলে অবহিত করেন।