॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটিতে যাত্রিবাহী লঞ্চেই ভূমিষ্ঠ হলো কন্যা শিশু। প্রসূতি ও নবজাতক দু’জনেই সুস্থ্য। এই খুশীতে প্রসূতিকে নানা উপহারে ভূষিত করলো লঞ্চ মালিক, আজীবন তাদের যাতায়াত ফ্রি; আর নাম রাখা হলো পুতুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের নামের সাথে মিল রেখে লঞ্চে ভূমিষ্ঠ কন্যা শিশুর নাম রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা, রাঙামাটি জোন’র চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় হরিণা হতে ছেড়ে আসা এমএল শফি লঞ্চে দুপুর ১২:৩০ টায় কন্যা শিশুটি ভূমিষ্ঠ হয়। এরপর দুপুর ২টায় লঞ্চটি রিজার্ভবাজার লঞ্চঘাটে পৌঁছানোর পর মালিক সমিতির পক্ষ থেকে নবজাতকের মায়ের হাতে পুতুলের জন্য উপহার সরূপ নগদ অর্থ, কাপড়, বেবি লোশনের সেট, তোয়ালে স্যাভলনসহ লঞ্চে মা ও মেয়ের আজীবন ফ্রি চলাচলের টোকেন তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা, রাঙামাটি জোন’র চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল গণি, কার্যনির্বাহী সদস্য মো. নাজিম উদ্দীন, গিয়াস উদ্দীন আজাদ, আব্দুল মামুন, নূরুল ইসলাম, নৌ-যান শ্রমিক ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে প্রমূখ।
উপহার তুলে দেওয়ার সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা, রাঙামাটি জোন’র চেয়ারম্যান ও উক্ত লঞ্চের মালিক মঈনুদ্দীন সেলিম বলেন, লঞ্চে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়া মালিকের সৌভাগ্য। তাই আমাদের পক্ষ থেকে এই উপহার।
এসময় তিনি আরো বলেন পূর্বেও লঞ্চে সন্তান প্রসবের মতো ঘটনা ঘটেছে এক্ষেত্রে আমরা মালিক সমতিরি পক্ষ থেকে নবজাতকের নাম রেখে থাকি। তাই শিশুর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের নামের সাথে মিল রেখে কন্যা শিশুটির নাম পুতুল রাখেন।
এদিকে নবজাতক পুতুলের মা নাছিমা আক্তার আক্তার আবেগআপ্লুত হয়ে বলেন, মঈনুদ্দীন সেলিম, লঞ্চ মালিক সমিতি, সন্তান প্রসবকালে লঞ্চের স্টাফদের কাছে যে ব্যবহার পেয়েছি তা আমি কখনও আশা করিনি। আর আমি খুবই খুবই। এরপর মঈনুদ্দীন সেলিম পুতুল তার মার চিকিৎসা ও তাদের নিজ আমাসিক হোটেল হোটেল সৈকতে থাকা খাওয়ারও ব্যবস্থা করেন। এছাড়াও মঈনুদ্দীন সেলিম লঞ্চে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।