যাত্রীর ব্যাগ ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো রাঙামাটির সিএনজি চালক

1320

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে সিএনজিতে ফেলে যাওয়া যাত্রীর ব্যাগ ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিএনজি চালক রতন কুমার দে। শনিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে যাত্রীর হাতে এ ব্যাগ তুলে দেন সিএনজি চালক রতন কুমার দে।

এসময় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, অফিস সহকারি সঞ্জিব দাশ সাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়- যাত্রী শুক্রবার সন্ধ্যা আনুমানিক ০৬ঃ৩০ এর দিকে সিএনজিতে তার ব্যাগ ফেলে যায়। ব্যাগে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও নগদ টাকা সহ আনুসাঙ্গিক জিনিসপত্র ছিলো।

যাত্রী তার ব্যা হারানোর বিষয়টি রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নকে অবগত করেন এবং পরে শনিবার সকালে সিএনজি চালক ব্যাগটি যাত্রী দম্পতির হাতে তুলে দেন।