॥ স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে ঝটিকা মিছিল ও সামবেশ করেছে জেলা যুবদল। বুধবার সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝটিকা মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
এসময়- জেলা যুবদলেল সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সদর থানা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর শাখার আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদস্য সচিব কামাল উদ্দিন, জেলার সহ-সভাপতি আব্দুল মামুন, জাফর উদ্দীন টুনু, আইয়ুব আলী, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম বাবলু, মোহাম্মদ আলী স্বপনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা- আব্দুল মোনায়েম মুন্নাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর ডাক দেওয়ার হুশিয়ারি দেন।