॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন রাঙামাটি জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম। বৃহস্পতিবার সকালে তিনি রাজধানী ঢাকা থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মনোনীত করায় আবু সাদাৎ মো. সায়েম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন- যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছে আমি সেটির সর্বোচ্চ ব্যবহার করে উপজাতীয় অধ্যুষিত এলাকায় যুবদলকে আরো শক্তিশালি ও গতিশীল সংগঠনে পরিণত করতে কাজ বরে যাব।
এদিকে আবু সাদাত মোঃ সায়েম যুবদলের কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূর নবী, ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলার যুগ্ম-সম্পাদক ফজরুল ইসলাম, জেলা কৃষকদলসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতারা।
স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় সায়েম এর আগে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রদলেরও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বেশ কয়েকবার রাজনৈতিক মামলায় কারা বরণ করেছেন।