যুবদল সভাপতির সাজার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

148

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে ও আগামী ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা যুবদল।
শনিবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েমের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিসের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম, যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রমজান আলী, জেলা যুবদলের সদস্য সেকান্দের আলী বাঁশি, শহর যুবদল আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম ও মোঃ জনি সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।