।।মেহেদী হাসান।।
আজ ১৬ জুলাই, মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের ইসলামিক সেন্টারে গত জুলাই মাসে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর জামায়াতের আমীর জনাব মাইনুদ্দিন, এবং সঞ্চালনা করেন পৌরসভার সেক্রেটারি হাফেজ আবুল বাশার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য নুরুল করিম, পৌরসভার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাঁরা দেশ ও ন্যায়ের পক্ষে জীবন দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুল আলীম তাঁর বক্তব্যে বলেন, গত জুলাইয়ে আবু সাঈদ যদি বুক পেতে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে না যেতেন, তাহলে হয়তো আজ আমরা এইভাবে অধিকার নিয়ে কথা বলতে পারতাম না। আগামীতে সকল ছাত্র ও জনতাকে ঐক্যবদ্ধভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠান শেষে ফিসারি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।