॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের রসুলপুর ব্রাদার্স স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লাল বিল্ডিং মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কার্পাসমহল পরিবার ও একতা সংঘ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় কার্পাসমহল পরিবার। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো ২ গোল দিয়ে এগিয়ে যায় কার্পাসমহল। পরে দুই দলই বার বার আক্রমণ করলেও কোন দলই বল জালে জড়াতে না পারায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্পাসমহল পরিবার। খেলা পরিচালনা করেন মো. হাসান।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি। বিশেষ অতিথি ছিলেন প্রতিভা ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পুলক বড়–য়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন- আসাদুজ্জামান ইফাদ।
এমসময় টুর্ণামেন্ট আয়োজক কমিটির মো. রুবেল, মো. রিফাত, মো. শফি, মো. হাসান, মো. সেলিম, মো. মিশু ও মো. মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভার পর অতিথিরা সেরা খোলোয়ার, সেরা গোলদাতা, উদিয়মান খেলোয়াড়, সুশৃঙ্খল দলসহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।