অর্ণব মল্লিক
কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডলুছড়ি নোয়াপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় সংস্থা কর্তৃক পরিচালিত কাপ্তাই কেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক গত সোমবারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। কাপ্তাই উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান মন্ডল, ইউপি সদস্য মোঃ সেলিম প্রমুখ।
সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতা এবং তথ্য সেবাকেন্দ্র ও মহিলা বিষয়ক অফিস থেকে প্রাপ্ত বিভিন্ন সুবিধার গুরুত্ব বিষয়ে উপস্থিত মহিলাদের অবহিত করেন। পরে বৈঠক শেষে উপস্থিত ৫৫ জন মহিলাকে মাথাপিছু ১শ’ টাকা করে সম্মানী দেওয়া হয়।