রাইখালী ফেরীঘাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরো ১ জনের মৃত্যু

335

অর্ণব মল্লিক

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ফেরীঘাটে গত রবিবার বালুবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়া আরো ১ ব্যক্তি একই দিন রাত ১১ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহত ব্যক্তির নাম মাখন দাশ (৬২)।

এর পূর্বে গতকাল একই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তার স্ত্রী পারুল দাশ (৫০)। এনিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটলো ২ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

এদিকে এই ঘটনায় নিহত পারুল দাশ এর ভাই দীলিপ দাশ বাদী হয়ে গত রবিবার রাতে চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পরই চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।।